বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রোহিঙ্গা গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও এসব বন্ধের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সহ আরও কয়েকটি সংগঠন।
গত বৃহস্পতিবার উপজেলা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক শাহীদা হক, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি উপজেলা শাখার সভাপতি শেখর চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতিন্ময় চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলার সদস্য সুজন আইচ প্রমুখ। এছাড়া মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা অবিলম্বে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন বন্ধ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরৎ নেওয়ার দাবী জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ