শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মহিপালে অসামাজিক কাজের অভিযোগে-

ফেনী সংবাদদাতা: ফেনীর মহিপালের হোটেল কিং ও ইউনিক হোটেলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে বৃহস্পতিবার বিকালে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় হোটেলের ম্যানেজারসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা হক মহিপালের হোটেল কিং ও ইউনিক হোটেলে অভিযান চালায়। এসময় সেনবাগ উপজেলার কানকিরহাট এলাকার মতিউর রহমানের ছেলে ফারুক হোসেনকে ইউনিক হোটেল থেকে এক তরুণীসহ আটক করে। অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ফারুক হোসেনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে পার্শ্ববর্তী হোটেল কিং-এ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার পাইকপাড়া গ্রামের নুরুল হকের ছেলে সালা উদ্দিন ও কবিরহাট উপজেলার ওমরপুর গ্রামের প্রফুল্ল চন্দ্র ভৌমিকের ছেলে ও ফেনী কলেজের ছাত্র শিমুল চন্দ্র ভৌমিককে আটক করে। সরকারী আদেশ অমান্য করে হোটেলে অসামাজিক কর্মকান্ডে সহযোগীতার অপরাধে হোটেল কিং-এর ম্যানেজার ফেনী পৌর এলাকার মধুপুর গ্রামের এবাদুল হকের ছেলে দুলাল মিয়া, কর্মচারী একই এলাকার রবিউল হকের ছেলে মো. হারুন ও ইউনিক হোটেলের কর্মচারী পরশুরাম উপজেলার বক্সমাহমুদ গ্রামের আবদুল গফুরের ছেলে কফিল উদ্দিনকে আটক করে। পরে ওইদিন বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে সালা উদ্দিন ও শিমুল ভৌমিকের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। হোটেল কিং-এর ম্যানেজার দুলাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা ও ৪ মাসের কারাদন্ড, ইউনিক হোটেলের কর্মচারী কফিল উদ্দিন ও হোটেল কিংয়ের কর্মচারী হারুনকে ৪ মাস করে কারাদন্ড দেয়া হয়। একই সময় মিথ্যা স্বাক্ষ্য দেয়ার অভিযোগে ফরিদপুর জেলার মিঠাপুকুর এলাকার মো. উকিল উদ্দিনের ছেলে করিম শেখকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ