বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চারঘাটে ওএমএস’র চাল বিক্রি শুরু করা যায়নি

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : দেশের বিভিন্ন স্থানে ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু হলেও এখনো শুরু হয়নি রাজশাহীর চারঘাটে। ফলে সরকারের খোলা বাজারের বিক্রি চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে চারঘাটের দরিদ্র জনসাধারন। অথচ চাল নিয়ে সারা দেশের মতই অস্থিরতা চলছে চারঘাটেও।  উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, চারঘাটে ওএমএস এর ডিলার রয়েছে পাঁচ জন। তাদের মধ্যে এবার চাল দিবেন তিনজন ডিলারকে খাদ্য নিয়ন্ত্রন বিভাগ। ওএমএস এর চাল বিক্রয় দেখতে উপজেলা সদর, কাকরামারী বাজার ও সারদা ট্রাফিক মোড়ে গিয়ে ওএমএস চাল বিক্রয় দেখতে না পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কাগজপত্র ঠিকঠাক করা হয়নি। কাগজপত্র ঠিকঠাক করে আগামী শনিবার ওএমএস এর মাধ্যমে চারঘাটে খোলা বাজারে চাল বিক্রয় শুরু হবে।

মোহনপুরে চাল বিক্রি শুরু: রাজশাহীর মোহনপুরে ওএমএস’র ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয়ের শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরে খোলা বাজার (ওএমএস) চাল বিক্রয়ের উদ্বোধন করেছেন নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শুক্লা সরকার। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত তিনজন ডিলার ৩০ টাকা কেজি দরে মাথা পিছু ৫ কেজি করে চাল বিক্রয় করবেন। এ তিন ডিলার প্রতিদিন তিনটন ওএমএস’র চাল খোলা বাজারে বিক্রয় করবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ