শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

মাগুরার নহাটায় মাদক বিরোধী র‌্যালি

মাগুরা  সংবাদদাতা: মাদক সমাজকে কলুষিত করে, পরিবেশকে করে অশান্ত  তাই মুক্তিযুদ্ধে যে ভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সে ভাবে  সকলকে এখন এক যোগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহবান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম । তিনি শনিবার  মাগুরার নহাটায় অনুষ্ঠিত মাদক বিরোধী  বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এখন মহাবিপদজনক। মাদকের বিরুদ্ধে পারিবারিক, সামাজিক ও আইনের মাধ্যমে সকলকে কঠোর অবস্থান নিয়ে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। ‘‘জীবনকে ভাল বাসুন, মাদক থেকে দূরে থাকুন”এই শ্লোগানে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা  ইউনিয়ন পরিষদের আয়োজনে নহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  মাদক বিরোধী বিশাল সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নহাটা ইউপি চেয়ারম্যান আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা নুরুল হুদা খান প্রমুখ। বক্তারা নহাটা ইউনিয়নকে মাদক মুক্ত ঘোষণার  সাথে সাথে উপস্থিত প্রায় ৫ সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। শনিবার সকালে নহাটা বাজারে বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের পাঁচ সহস্রাধিক মানুষের অংশ গ্রহণে বিশাল মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নহাটা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ