শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কক্সবাজারে ডাবল সেঞ্চুরির পথে এনামুল হক

জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি করেছেন রবিউল ইসলাম রবি। আর ডাবল সেঞ্চুরির পথে আছেন এনামুল হক। ২০তম ম্যাচে রবিউল ইসলাম রবি করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তার উদ্বোধনী জুটির সঙ্গী এনামুল হক ছুটছেন প্রথম ডাবল সেঞ্চুরি পথে। গুমোট আকাশ ও আলোকস্বল্পতায় খুলনায় গতকাল সারাদিনে খেলা হয় মাত্র ৩৯ ওভার। তৃতীয় দিন শেষে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে খুলনার রান ৪ উইকেটে ৩৪২। আগের দিন শেষে ১০৫ রানে অপরাজিত এনামুল হক তৃতীয় দিন শেষেও অপরাজিত ১৭২ রানে। বিনা উইকেটে ১৮৫ রান নিয়ে দিন শুরু করেছিল খুলনা। আধঘণ্টা পরই থেমে যায়  খেলা। আলো খেলার উপযোগী হলে দুপুর সাড়ে ৩টায় খেলা শুরু হয় আবার। রবি সেঞ্চুরি স্পর্শ করেন ২১৮ বলে। এবার প্রিমিয়ার লিগেও নজর কাড়া রবি থমকে যান সেঞ্চুরি ছুঁয়েই। ভাঙে ২৫১ রানের উদ্বোধনী জুটি। রবিকে ফেরানোর পর আফিফ হোসেনকেও ফেরান নাসির। তৃতীয় উইকেটে  মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন এনামুল। ৪৮ বলে ৪০ রান করা মিঠুনকে ফেরান সোহরাওয়ার্দী। ভালো করতে পারেননি নুরুল হাসান  সোহানও। তবে এক প্রান্তে থেকেই গেছেন এনামুল। ১৩ চার ও ২ ছক্কায় এনামুল অপরাজিত ২৮২ বলে ১৭২ রানে। তার ক্যারিয়ার সেরা ১৯৩। দুইশ ছুঁতে পারবেন কিনা এনামুল, শেষ দিনে কৌতুহল হয়ত এটিই। ম্যাচের মূল আকর্ষণ বাজে আবহাওয়াতেই শেষ। নিশ্চিত ড্রয়ের পথে। নিশ্চিত ড্রয়ের পথে প্রথম স্তরের আরেক ম্যাচও। কক্সবাজারে সেই ম্যাচে বৃষ্টির ছোবল আরও প্রবল। প্রথম দিনের মতো তৃতীয় দিনেও একটি বল গড়ায়নি মাঠে। দ্বিতীয় দিনে রনি তালুকদার ও সাইফ হাসানের সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে ঢাকা বিভাগ তুলেছে ২ উইকেটে ৩০৯ রান।

অনলাইন আপডেট

আর্কাইভ