বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ফাতাহ আন্দোলনের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত হামাস

১৭ সেপ্টেম্বর, আল জাজিরা : ঐক্যবদ্ধ ফিলিস্তিন নির্মাণে ফাতাহ আন্দোলনের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত গাজার নিয়ন্ত্রক হামাস। গাজার প্রশাসন জানায়, ফিলিস্তিনে আসছে নির্বাচনকে ঘিরে ঐক্য প্রতিষ্ঠার জন্য ফাতাহ আন্দোলনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত তারা। রোববার হামাস এক বিবৃতিতে জানায়, দেশের ঐক্যের খাতিরে তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেয়া শর্ত এবং গাজার প্রশাসন বন্ধ করতে প্রস্তুত। উল্লেখ্য, ২০০৬ সালে হামাসের অপ্রত্যাশিত বিজয়কে কেন্দ্র করে ২০০৭ সালে ফাতাহ ও হামাসের মধ্যে যুদ্ধ বাঁধে। এরপর থেকে ফিলিস্তিনের নেতৃত্ব দুই ভাগ হয়ে যায়, হামাস গাজা এবং ফাতাহ ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের স্বায়ত্বশাসিত ছিটমহলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অনেকবার সমঝোতার চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়েছে। ২০১৪ সালে হামাস গাজার প্রশাসন বন্ধের ঘোষণা দিলেও সেখানে ফাতাহ’র কর্তৃত্ব ব্যর্থ হয় এবং গাজার ছায়া সরকার নিয়ন্ত্রণ চালিয়ে যায়।রোববার হামাসের বিবৃতিতে আব্বাসকে গাজায় নিমন্ত্রণ জানানো হয়। ফাতাহ’র ঊর্ধ্বতন কর্মকর্তা মাহামুদ আলাউল বলেছেন, ‘আমরা এই প্রস্তাবকে সাধুবাদ জানাই। পুনর্মিলনের জন্য আমরা প্রস্তুত।কয়েকটি জরিপে দেখা গেছে, আসছে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, উভয় জায়গায় হামাস জয়ী হবে।উল্লেখ্য, ফিলিস্তিনের শাসকগোষ্ঠীর দুটি পক্ষকে এক করতে মধ্যস্থতা করে যাচ্ছে মিসর। ২০১১ সালে কায়রোতে দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচনের আগে অর্র্ন্তবতীকালীন সরকার গঠনে দুটি পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ