বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

নাটোরে চালের মিলে অভিযান তিন ব্যবসায়ীকে জরিমানা

 

নাটোর সংবাদদাতা : নাটোরে চালের বাজার স্থিতিশীল রাখাতে বিশেষ অভিযান চালিয়ে তিন অটোরাইস মিল মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম জানান, শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার রশিদ অটোরাইস মিল এবং বনপাড়ার গাজী অটোরাইস মিলে অভিযান চালানো হয়। এসময় তাদের উৎপাদিত চালের বস্তায় উৎপাদনের তারিখ এবং বিক্রয় মূল্য লেখা না থাকায় এবং ১৫দিন পরপর খাদ্য বিভাগের কাছে প্রতিবেদন দাখিল না করা ও সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের তালিকাভুক্ত না করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দু’টি রাইস মিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নাটোরের নির্বাহী ম্যজিস্ট্রেট মোর্তাজা খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরো জানান, এর আগে শুক্রবার বিকেল শুরু হওয়া এই অভিযানে নাটোর সদরের নাটোর অটোরাইস মিলের ভিতরে চালের সাথে গম মওজুদ করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, হঠাৎ করেই চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় এই অভিযান শুরু করা হয়েছে। চাল ব্যবসায়ীরা যাতে কারসাজি বা সিন্ডিকেট করে কোনভাবে চালের দাম বাড়াতে না পারে সেদিকে দৃষ্টি রেখেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। তিনি আরো জানান, সরকারি নিয়ম-কানুন মেনে সুষ্ঠভাবে ব্যবসা করলে কারো বিরুদ্ধেই কোন আইনী ব্যবস্থা নেয়া হবেনা।

 

অনলাইন আপডেট

আর্কাইভ