শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বগুড়ায় অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগে তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার

বগুড়া অফিস : বগুড়া সরকারি শাহসুলতান কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করে তার কক্ষ ভাংচুর করায় ছাত্রলীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে। মঙ্গলবার বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা সত্যতা নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হচ্ছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাওন, ছাত্রলীগ শাহসুলতান কলেজ শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা এবং কলেজ শাখার সাবেক যুগ্ম সম্পাদক জোবায়ের হাসান। এর আগে সোমবার রাতে বহিষ্কৃত তিনজনসহ ১২ জনের নামে শাজাহানপুর থানায় মামলা করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এজাজুল হক। ওই মামলায় পুলিশ সোমবার রাতেই সোহেল ও অনিক নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ছাত্রলীগ কর্মী জোবায়ের হোসেনের খাতা কেড়ে নিলে সে এক শিক্ষককে লাঞ্ছিত করে। পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়ার পর সোমবার অভিযুক্ত জোবায়ের হোসেনকে বহিষ্কার করেন কলেজের অধ্যক্ষ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষকে লাঞ্ছিত করে কক্ষ ভাংচুর করে।

অনলাইন আপডেট

আর্কাইভ