ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

রোহিঙ্গা গণহত্যার সমাপ্তি ঘটাতে কন্টাক্ট গ্রুপ গঠন করবে ওআইসি: ইরান

অনলাইন ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যার সমাপ্তি ঘটাতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি একটি কন্টাক্ট গ্রুপ গঠন করবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গোলাম-আলী খসরু।

তিনি বলেন, “গত কয়েকদিন ধরে আমি মুসলিমদেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করেছি।” মুসলিম দেশের কন্টাক্ট গ্রুপ নামে একটি গ্রুপ গঠনে তারা সম্মত হয়েছে বলেও জানান তিনি।  মন্ত্রী এবং রাষ্ট্রদূত পর্যায়ে এ গ্রুপ গঠন করা হবে বলে জানান তিনি।

এরমধ্যে রোহিঙ্গা সংঘাতে জড়িত পক্ষগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে ইসলামী দেশগুলো যোগাযোগ শুরু করেছে বলেও জানান তিনি।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান অপরাধ তৎপরতার কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, মানবিক বিপর্যয় রোধে সবার চেষ্টা করা উচিত। সূত্র: পার্সটুডে। 

অনলাইন আপডেট

আর্কাইভ