শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গা নদীতে মঙ্গলবার দর্শনা প্রত্যয় উন্মুক্ত পাঠাগরের আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সহযোগিতায়  নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রত্যয় উন্মুক্ত পাঠাগারের উপদেষ্টা আয়ুব আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।  দর্শনা এলাকার আশে পাশের ৯টি দল এ নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯টি দলের মধ্যে পারকুষ্ণপুর আধুনিক স্পেটিং ক্লাব প্রথম স্থান, চন্ডিপুর একাদশ দ্বিতীয় স্থান ও পারকুষ্ণপুর একাদশ তৃতীয় স্থান অধিকার করেছে।  বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার ২০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক জিয়া উদ্দিন আহম্মেদ ও তৃতীয় ১০ হাজার টাকার চেক তুলে দেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী।  নৌকা বাইচ অনুষ্ঠানের আগে থেকে দর্শনা আনন্দধামের শিল্পীর গানে গানে মাথাভাঙ্গা নদীর ধারে অবস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ