শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ব্রাজিলকে থামাল কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের টিকেট আগেভাগেই নিশ্চিত করে ব্রাজিল। তিতের অধীনে অদম্য হয়ে ওঠা দলটিকে  অবশেষে থামাল কলম্বিয়া। গতকাল বুধবার  বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। উইলিয়ানের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কলম্বিয়াকে সমতায় ফেরান রাদামেল ফালকাও। বাছাইপর্বে টানা নয় জয়ের পর পয়েন্ট হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কলম্বিয়ার মাঠে উইলিয়ানের চমৎকার গোলে এগিয়ে যায় ব্রাজিল। তুলনামূলক গোছানো ফুটবল খেলা স্বাগতিকরা প্রথমার্ধে দুটি সুযোগ পায়। ২৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও হামেস রদ্রিগেস দুর্বল শট নেন। ১০ মিনিট পর ফালকাওয়ের জোরালো হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক আলিসন। বিরতির ঠিক আগে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের উঁচু লম্বা ক্রস লাফিয়ে উঠে আলতো টোকায় উইলিয়ানের দিকে বাড়ান নেইমার। আর বিদ্যুৎ গতির শটে লক্ষ্যভেদ করেন চেলসির মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে উইলিয়ানের এটা অষ্টম গোল। ৫৬তম মিনিটে সমতায় ফেরে কলম্বিয়া। ডান দিক থেকে ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের ক্রসে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন মোনাকোর স্ট্রাইকার ফালকাও। জয় নাপেলেও তিতের অধীনে অপরাজেয়ই রইলো ব্রাজিল। প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর বাছাইপর্বে আর হারেনি তারা। অপরাজিত ১৫ ম্যাচ। বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কলম্বিয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ