শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

নেত্রকোনায় বন্যা দুর্গতদের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

নেত্রকোনা সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে বন্যাদূর্গতদের পাশে দাঁড়িয়েছে নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক দলীয় নেতাকর্মীদের নিয়ে গতকাল সদর উপজেলার আমতলা ইউনিয়নের প্রতাবপুর গ্রামে ঈদগাহ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আমতলা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শফিউল্লাহ শফি, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক জেলা তাতী দলের সভাপতি আজিজুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খসরু, সহ যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রোকন উদ্দিন, পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল, ইউনিয়ন বিএনপির সম্পাদক লুৎফর রহমান, যুবদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সিঃ সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, শামছুল হুদা শামীম, সৈয়দ আতিকুল প্রমুখ। 

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপি সভাপতি সৈয়দ জাহেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান মশু, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, কোষাধ্যক্ষ এস এম মুসা, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, আইন সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খসরু, সহ যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, যুব দল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সৈয়দ আজহারুল ইসলাম কমল, রফিকুল ইসলাম রফিক, আবুল কাশেম, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সিঃ সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, শামছুল হুদা শামীম প্রমুখ। পরে ৩৯ পাউন্ডের কেক কেটে দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ