শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নেত্রকোনায় সমরাজকে খুনের দায়ে কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড

নেত্রকোনা সংবাদদাতা : পরকীয়া প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে সমরাজকে হত্যার দায়ে কথিত প্রেমিক দেলোয়ার ওরফে দিলুকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল মঙ্গলবার দুপুরের দিকে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিববরণে প্রকাশ, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র সমরাজের স্ত্রী জাহানারার সাথে একই গ্রামের কাজিম উদ্দিনের পুত্র দেলোয়ার ওরফে দিলু পরাকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সমরাজ দিলুকে পরকীয়া প্রেমে বাঁধা দিলে দিলু ক্ষিপ্ত হয়ে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সকালে সমরাজকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সমরাজের মা জুলেখা খাতুন বাদী হয়ে দিলুসহ ৫ জনকে আসামী করে ৩০ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৪ সালের ১৯ মার্চ আসামী দেলোয়ারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামী দেলোয়ারের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন।
স্মারকলিপি: সরকারিকরণকৃত কলেজ শিক্ষকগণকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণসহ চার দফা বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে নেত্রকোনা সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
নেত্রকোনা সরকারি করণকৃত কলেজ শিক্ষক সমিতির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ও সদস্য সচিব কামরুল হাসান খান পাঠান অন্যান্য শিক্ষকবৃন্দকে নিয়ে সকাল ১১টায় জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান হাতে স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্য শুনে স্মারকলিপিটি প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের আশ্বাস প্রদান করেন।
মানববন্ধন: দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আইইডি’র ব্যবস্থাপনায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠানে জনউদ্যোগের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে নিরাপদ সড়কের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা সিপিবির সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ও জনউদ্যোগ সদস্য এ কে এম আব্দুল্লাহ, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল। বক্তারা তাদের বক্তব্যে নেত্রকোনায় সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ