বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চীন-মালয়েশিয়াকে প্রীতি ম্যাচ খেলতে আসার আমন্ত্রণ

স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপ হকির চূড়ান্ত লড়াইয়ে নামার আগে আরো কয়েকটি প্রাকটিস ম্যাচ খেলতে চান বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন। ইতিমধ্যে কোচের প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা শুরু করছেন ফেডারেশনের সাধারন সম্পাদক আবদুস সাদেক। বর্তমানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুই সেশনে অনুশীলন করছে জিমিরা। সম্প্রতি বাংলাদেশ দল চীনের গানসু প্রদেশে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। জাতীয় দলের এই সফরটি যথেষ্ট ভাল হয়েছে বলে মনে করছেন কোচ। চীন সফর করে জাতীয় হকি দল দেশে ফিরেছে ১৯ আগস্ট। দলের কোচ মাহবুব হারুন বলেছেন, ‘চীন সফরের ৬ ম্যাচে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। যখন আমরা চীন গিয়েছিলাম তখন খেলোয়াড়দের ফিটনেস লেভেল আশানুরুপ ছিল না। ওখানে ৬ ম্যাচ খেলার পর খেলোয়াড়দের ফিটনেস লেভেল অনেকে বেড়েছে সেই সাথে আত্মবিশ্বাস। আমি বলবো, দল এখন ভালো একটা পর্যায়ে আছে। আরো কয়েক প্রস্তুতি খেলানোর ব্যবস্থা করতে ফেডারেশনকে বলেছি। ’এদিকে এশিয়া কাপ শুরুর সপ্তাহ খানেক আগেই চীন ও মালয়েশিয়াকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক অবশ্য আগেই বলেছিলেন, এশিয়া কাপ শুরুর আগে চীনকে এনে জাতীয় দলকে গোটা তিনেক প্রস্তুতি ম্যাচ খেলানোর প্রচেষ্টার কথা। টুর্নামেন্টের অন্য গ্রুপে থাকা অপর দল মালয়েশিয়াকেও এমন প্রস্তাব দিয়েছে ফেডারেশন। আগে আসার কারণে দুই দেশের হোটেল ভাড়া, খাওয়া অন্যান্য স্থানীয় খরচ বহন করবে বাংলাদেশ হকি ফেডারেশন। দেশ দুটি থেকে এখনো উত্তর আসেনি। যদি দুই দেশই আগে এসে প্রস্তুতি ম্যাচ খেলার সবুজ সংকেত দেয় তাহলে চীনের সঙ্গে দুটি এবং মালয়েশিয়ার সঙ্গে একটি ম্যাচ খেলার পরিকল্পনা আছে ফেডারেশনের। এমনটি জানালেন সাধারন সম্পাদক। উল্লেখ্য আগামী ১১ থেকে ২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ৮ জাতির এ টুর্নামেন্ট। বাংলাদেশ ৩২ বছর আগে ১৯৮৫ সলে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদার এই হকি টুর্নামেন্ট আয়োজন করেছিল। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও জাপানের সঙ্গে। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ওমান।

অনলাইন আপডেট

আর্কাইভ