শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফিলিস্তিন দখল প্রচেষ্টার অবসানের জন্য ইসরাইলকে এরদোগানের আহ্বান

২৯ আগস্ট, সিনহুয়া ডটকম : ফিলিস্তিনিদের ভূমি ‘দখল প্রচেষ্টার’ অবসান ঘটাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজ তৈয়ব এরদোগান। দুই রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা হুমকির মুখে পড়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি দেশটির প্রতি আহ্বান জানান।
সোমবার আঙ্কারায় প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘১৯৬৭ সালের গাইড লাইন অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘ক্রমবর্ধমান এই উত্তেজনা কোনো পক্ষের জন্য ভাল ফলাফল নিয়ে আসবে না এবং সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান ইসরাইলেরও ইতিবাচক হবে।’
তিনি দুই রাষ্ট্রীয় সমাধানকে ‘ফিলিস্তিনি জনগণের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐতিহাসিক দায়িত্ব’ হিসাবে বর্ণনা করেন।
তিনি সব ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্যালেস্টাইনের স্বীকৃতির জন্য আঙ্কারার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
গত মাসে আল-আকসা মসজিদে ইসরাইল নতুন নিরাপত্তা ব্যবস্থা জারি করা করলে ফিলিস্তিনি ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ