শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে ও: ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও নিজেদের জানান দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।  প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৮ রানে বেঁধে ফেলার পর জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজরা। এর মধ্য দিয়ে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের বিপক্ষে ৭১ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  গতকাল দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিবীয়দের পথ দেখিয়েছেন দুই তরুণ ব্যাটসম্যান কার্লোস ব্রেথওয়েট ও সাই হোপ।  ব্যক্তিগত ১৩৪ রান করার পর স্টুয়ার্ড ব্রডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার ব্রেথওয়েট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে খেলতে নেমে গতকাল লড়েছেন কেবল ব্রেথওয়েট ও সাই হোপ।  ২৪৯ বল মোকাবেলা করে ১৩৪ রানে ব্রেথওয়েট ফিরলেও অপরাজিত ছিলেন সাই হোপ।  ২৫২ বলে ১৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।  তার সঙ্গে গতকাল রাতে ২১ রানে অপরাজিত ছিলেন ব্ল্যাকউড।  অন্যদের মধ্যে কেউ দুই অঙ্কের কোটা ছাড়াতে পারেননি। বল হাতে ইংলিশদের হয়ে জেমস অ্যান্ডারসন সর্বোচ্চ ৩টি উইকেট নেন।  এছাড়া ১টি করে উইকেট নেন স্টুয়ার্ড ব্রড ও বেন স্টোকস।
সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫৮
ও; ইন্ডিজ ১ম ইনিংস: ১০২ ওভারে ৩২৯/৫।

অনলাইন আপডেট

আর্কাইভ