বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ট্রাম্পের পলিসি পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব ফেলবে না -পাক প্রতিরক্ষামন্ত্রী

২৭ আগস্ট, ডন : পাকিস্তানে চীনের মেঘা প্রকল্পে আমেরিকার নতুন পলিসি গ্রহণের কারণে কোনো প্রভাব ফেলবে না নিশ্চিত করে পাক প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর বলেছেন, আমরা বাস্তবতার আলোকে আমেরিকার সাথে কাজ করতে চাই। আমেরিকার নতুন পলিসি পাকিস্তানের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, চীনা বিনিয়োগ পাকিস্তানের অর্থনীতিতে ভিত্তিমূল হিসেবে কাজ করছে। চীনা সরকার সিপ্যাকের (পাক-চায়না অর্থনীতিক করিডর) আওতায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যে মুহূর্তে কোন পাকিস্তানি এ ধরণের বিনিয়োগে সাহস করেনি।
তিনি বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের বদৌলতে জনগণের আস্থা বেড়েছে, নওয়াজ সরকার রাস্তা-ঘাট, সড়ক উন্নয়নের জন্য ১২০০ বিলিয়ন রুপি বরাদ্দ করেছেন, যার উপকারিতা নিকট ভবিষ্যতে প্রকাশিত হবে।তিনি আরো বলেন, চীন চূড়ান্ত পর্যায়ের সমস্যা নিয়ে পাকিস্তানে সিপ্যাক প্রকল্প শুরু করেছিল,কেউ এ প্রকল্পকে ঋণ আখ্যা দিয়ে বিরুপ মন্তব্য করেছিল। অথচ এটা শুধুমাত্র বিনিয়োগ প্রকল্প।

অনলাইন আপডেট

আর্কাইভ