শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুরে লাবনী আক্তার (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় রাতেই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা করেছে নিহতের স্বামী।
রোববার সন্ধার দিকে এলাকাবাসী থানায় খবর দিলে রাতে নিজ ঘরে জানালার সাথে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ কয়ানিজ পাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
নিহতের স্বামী রবিউল ইসলাম জানায়, আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর শাস্তি চাই।
এলাকাবাসী ও মামলার তদন্ত কর্মকর্তা দিলীপ কুমার জানায়, গলায় ও কোমড়ে ওড়না পেচিয়ে জানালায় যেভাবে পাওয়া গেছে তাতে মনে  হচ্ছে এটা আত্মহত্যা নয়। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
মৃত্য’র মেয়ে রিতীকা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শহরের জনৈক শিক্ষকের প্ররোচনায় আমার মাকে হত্যা করা হয়েছে। ইতিপূর্বে আমার মা ওই শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেছিলো। ওই শিক্ষক আমার মাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিলো। আমার মায়ের হত্যাকারীর বিচার চাই।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, নিহত লাবনী আক্তারের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ