বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কক্সবাজারে ১৯ ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর উপকূলে বঙ্গোপসাগরে ৪ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় আটক ১৯ আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে জনপ্রতি আসামীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। 
২১ আগস্ট কক্সবাজার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান গনি এই রায় ঘোষণা করেন।
সূত্র মতে, গত ২০১৬ সালের ২৫ জানুয়ারি সাগর পথে ইয়াবা পাচারের সময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহরীর দ্বীপ উপকূল থেকে পাঁচ কিলোমিটার দুরবর্তী বঙ্গোপসাগরে দু’টি ইঞ্জন চালিত মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে কোস্টগার্ড। ওই সময় ট্রলারে থাকা ১৯ জন পাচারকারিকে আটক করা হয়। পরে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের পেটি অফিসার এমএ তাহের বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে ওই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ