শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কলাপাড়ায় বিদ্যুৎ সংযোগ পেল ১২৯ পরিবার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামুরিবুনিয়া গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হলো। ওই গ্রামের ১২৯ জন গ্রাহককে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান, পল্লী বিদ্যুতের কলাপাড়াস্থ ডিজিএম সুদেব কুমার সরকার, পল্লী বিদ্যুত সমিতি পটুয়াখালীর পরিচালক প্রভাষক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, মকবুল হাওলাদার, প্রমুখ। চাকামইয়ার প্রত্যন্ত এলাকার ১২৯ কৃষক পরিবার বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে স্বস্তি খুজে পেয়েছেন। পবিস স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে বিদ্যুত সংযোগ দিতে ব্যয় হয়েছে ৩৯ লাখ ৪০ হাজার ২৫৬ টাকা। এজন্য নতুন দুই দশমিক ৮৮ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন স্থাপন করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ