বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নারী ও শিশু নির্যাতন মামলায় মাদ্রাসার প্রভাষক আটক

নীলফামারী সংবাদদাতা: স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্বামী সৈয়দপুর সোনাখুলি মুুিন্সপাড়া কামিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মোজাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। মামলার সূত্র মতে, নীলফামারী পৌরসভাস্থ বাড়াইপাড়া (মুন্সিপাড়া) গ্রামের প্রভাষক মোজাহেদুল ইসলামের বড় ভাই আহাম্মদ আলী মারা যাওয়ার পর তার স্ত্রী আখলিমা বেগমের সাথে ২০১২ সালের ২৮ জানুয়ারী পারিবারিকভাবে বিয়ে হয় মোজাহেদুল ইসলামের। বিয়ের পর থেকে মোজাহেদুল ইসলাম ৫ লাখ টাকা যৌতুকের জন্য আখলিমাকে চাপ প্রয়োগ করতে থাকেন। আখলিমার নামীয় ২শতক জমি বিক্রি করে ৫ লাখ টাকা তাকে দেয়ার জন্য বিভিন্ন সময়ে আখলিমা বেগমের উপর শারিরিক নির্যাতন করেন মোজাহেদুল ইসলাম। সর্বশেষ ২০১৭ সালের ২৪ জানুয়ারী রাতে আবারও ৫ লাখ টাকার জন্য চাপ দিলে স্ত্রী আখলিমা জমি বিক্রি করে টাকা দিতে অস্বীকার করায় তাকে বেদম মারপিট করে আহত করেন মোজাহেদুল। স্থানীয় লোকজন আখলিমাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে স্ত্রী আখলিমা বেগম বাদী হয়ে স্বামী মোজাহেদুল ইসলামকে আসামী করে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং- নাশিনি ২২০/২০১৭। মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত ২০১৭ সালের ৭ জুন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। গ্রেফতারী পরোয়ানা জারির পর থেকে আসামী পলাতক ছিল। এদিকে পুলিশ অভিযান চালিয়ে গত ৩০ জুলাই রাতে প্রভাষক মোজাহেদুল ইসলামকে  মাদ্রাসা চত্বর থেকে আটক করে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ