শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের বিরোধিতা চীনের

৪ আগস্ট, গ্লোবাল টাইমস : রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের যুক্তরাষ্ট্রের নতুন আইনের বিরোধিতার করেছে চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে ‘চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধ আরোপের কঠোরভাবে বিরোধিতা করা হয়।’ বিবৃতিতে বলা হয়, বেইজিং ‘পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় মতপার্থক্য নিরসনের পক্ষে’। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের আইন স্বাক্ষর করেন। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে আইনটি পাস হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ