শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

গৌরনদীতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সেমি ফাইনাল খেলা চলাকালে গতকাল শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজ মাঠে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ ছাত্রী আহত হয়েছে। গুরুতর আহত এক ছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও গৌরনদী থানা সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত ২৭ জুলাই থেকে গৌরনদী উপজেলা সদরের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছেলেদের ভেনুতে ও গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজ মাঠে মেয়েদের ভেনুতে এ প্রতিযোগিতার সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। গত শনিবার ছিল সেমিফাইনাল খেলার শেষ দিন। গতকাল ফাইনাল খেলা অনুষ্ঠানের মাধ্যমে গ্রীস্মকালীন এ প্রতিযোগিতার অনুষ্ঠান সমাপ্ত হবে।
প্রতিযোগিতার গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজ মাঠের মেয়েদের ভেনুতে গতকাল বেলা ১১টার দিকে মেয়েদের কাবাডি খেলা শুরু হয়। খেলার শেষ মুহুর্তে দুপুর ১২টার দিকে দর্শক সারিতে বসা গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের ছাত্রীদের গায়ে ঢিল ছুড়ে মারে। জবারে গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের ছাত্রীরা গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের গায়ে পাল্টা ঢিল ছুড়ে মারে। এ নিয়ে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ছাত্রীরা প্রথমে কথা কাটাকাটি পরে ধাক্কা-ধাক্কি এবং হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় আহতরা হলো, গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী মিনারা (১৪), ৯ম শেনীর ছাত্রী সুমি (১৫), চাঁদনী (১৫), ৭ম শ্রেনীর ছাত্রী বৈশাখী (১৩), গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী সোনিয়া (১৫), মারজু (১৫), ১০ম শ্রেনীর ছাত্রী মনি (১৬), ৮ম শ্রেনীর ছাত্রী শান্তা (১৪)। এদের মধ্যে গুরুতর আহত গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী মিনারাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ জানান, খেলার শেষ মুহুর্তে দুপুর ১২টার দিকে দর্শক সারিতে বসা গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী আমাদের ছাতীদের গায়ে ঢিল ছুড়ে মারলে ঘটনার সুত্রপাত ঘটে। এ নিয়ে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা প্রথমে কথা কাটাকাটি পরে ধাক্কা-ধাক্কিতে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ্ জানান, খেনায় তার বিদ্যালয়ের ছাত্রীরা বিজয়ী হওয়ায় ক্ষুব্দ হয়ে ছাত্রী গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের ছাত্রীরা আমাদের ছাত্রীদের ওপর হামলা চালায়। এতে আমার বিদ্যালয়ের ৮জন ছাত্রী আহত হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইসচার্জ (ওসি) মোঃ ফিরোজ কবির জানান, খেলার জয় পরাজয়ের উত্তেজনাকে কেন্দ্র করে ছাক্রীদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এখন পরিস্থিতি সাভাবিক রয়েছে। কোন পক্ষই থানায় মামলা দেয়নি। মামলা দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ