শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহীতে ‘খালেদা জিয়ার ভিশন’ বিষয়ে যুবদলের সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী অফিস : জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে ‘খালেদা জিয়ার ভিশন ও যুবসমাজের ভাবনা’ শীর্ষক এক সেমিনার গতকাল শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। প্রধান আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার। সভাপতিত্ব করেন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। আলোচনায় অংশ নেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবদুর রহমান সিদ্দিকী, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু ও যুগ্ম সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শফিকুল হক মিলন, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামনী সুমন প্রমুখ। প্রধান অতিথি বলেন, যুবরাই যেকোন দেশের জন্য প্রাণ। তারা দেশকে সুন্দর করতে পারে তারাই দেশ অমঙ্গল আনতে পার। তাই দেশের এ সংকট সব মুহূর্তে যুবসমাজকে আবার ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশে সকল ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। এটা সম্ভব হবে যখন দেশের যুবসমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ভিশন-২০৩০ সকলের কাছে পৌঁছাতে পারবে। বক্তারা বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাবাহী বিএনপিকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্বে আনার জন্য যুব সমাজকে জোরদার ভূমিকা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালন করেন রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত।

অনলাইন আপডেট

আর্কাইভ