শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ-এর ৪০ তম বার্ষিক সধারণ সভায় ৭৫% ডিভিডেন্ড ঘোষণা

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ-এর ৪০তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সভার সভাপতি ও সোসাইটির সভাপতি আ. জ. ম. শামসুল আলম

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির সভাপতি ও সাবেক সচিব, বিশিষ্ট সাহিত্যিক গবেষক ও লেখক আ.জ.ম শামসুল আলম বলেন, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ একটি ঐতিহ্যবাহী প্রাচীন সমবায় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি হলো কো-অপারেটিভ সোসাইটিগুলোর মধ্যে একমাত্র প্রকাশনা শিল্প সংস্থা। ২০১৪ সালে দেশের উল্লেখযোগ্য শীর্ষ গুরুত্বপূর্ণ ১২টি সমবায় সমিতির মধ্যে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ অন্যতম। সোসাইটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সৃজনশীল বই প্রকাশ করে জ্ঞানার্জন ও শিক্ষা লাভের জন্য গণমানুষের নিকট বই পৌঁছে দিয়ে জাতি গঠনে ভূমিকা পালন। তিনি বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ। নিজেকে এবং বিশ্বকে জানার জন্য অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ উপলব্ধি করে এগিয়ে যাওয়া। তিনি আরো বলেন প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে সত্য ও মিথ্যার পার্থক্য অনুধাবন করে আলোকিত মানুষ হওয়ার মাধ্যমে উন্নত জাতি গড় সম্ভব।
তিনি গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির ৪০তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ঢাকার সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সোসাইটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন, পরিচালক প্রশাসন ঢাকা এস.এম রইস উদ্দিন, পরিচালক প্রশাসন চট্টগ্রাম আব্দুল গফ্ফার, পরিচালক ইঞ্জিনিয়ার মিসবাহ উদ্দিন খান, পরিচালক লিগ্যাল ঢাকা এডভোকেট এস.এম. কামাল উদ্দিন, পরিচালক লিগ্যাল চট্টগ্রাম এডভোকেট মুহম্মদ শরীফ উদ্দিন, পরিচালক হিসাব চট্টগ্রাম মোহাম্মদ উল্লাহ, পরিচালক প্রকাশনা চট্টগ্রাম ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও সাধারণ সভায় সোসাইটির শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেনÑ এডভোকেট আবদুর রাজ্জাক, এডভোকেট মোঃ গিয়াস উদ্দীন মিঠু, এডভোকেট, এ.কে.এম. রেজাউল করিম খন্দকার, মোঃ আব্দুল হাকীম, আব্দুল করিম, এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, নুর আহমদ, ইব্রাহীম বাহারী প্রমুখ।
সভায় সোসাইটির ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৭৫% শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ২০১৬-২০১৭ অর্থবছরের কার্যক্রমের রিপোর্ট ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত পরিকল্পনা এবং ২০১৭-২০১৮ অর্থবছরের রাজস্ব, মূলধন ও উন্নয়ন বাজেট এবং ২০১৬-২০১৭ অর্থবছরের সম্পূরক বাজেট, আয় ব্যয় হিসাব পেশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ