শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

মিরসরাই অটোচালক-পুলিশ সংঘর্ষ

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে পুলিশ ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীসহ ১৬৫জনকে আসামী করে দুই দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলার এজাহারে থাকা নামের মধ্যে বেশিরভাগই স্থানীয় বড়তাকিয়া আবুতোরাব সড়কের অটোরিকশা চালক। এঘটনায় খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী (৪৭), তার ভাই আসিফ ইকবাল চৌধুরী (৩৫), মো: আসলাম (৩৫), মো: রাশেদুল আলম (২৮) কে গ্রেপ্তার করে চট্টগ্রাম আদলতে প্রেরণ করা হয়। চারজনকে দু’টি মামলায় আসামী করা হয়েছে। এদিকে পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্রটি শনিবার রাত ১০টার নাগাত বড়তাকিয়া মাজার পুকুর থেকে উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ জাকির হোসাইন বলেন, শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় খইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান, সিএনজি চালক, এলাকাবাসী কর্তৃক মহাসড়ক অবরোধ, পুলিশের উপর হামলা, সরকারী কাজে বাঁধা প্রদান, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাকির হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। যেখানে এজহারনামীয় ৮জন সহ অজ্ঞাত ১’শ ৫০ জনকে আসামী করা হয়। এছাড়া মিরসরাই থানার পিএসআই জহীর আলী বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা, পুলিশের উপর হামলা, অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজহারনামীয় ৪২ জন সহ অজ্ঞাত ১৩৫ জনকে আসামী করা হয়েছে।
খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল সহ গ্রেপ্তারকৃত চারজনকে দু’টি মামলায় আসামী করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ