শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

রাঙ্গুনিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে দুর্নীতি দমন কমিশন পরিচালিত রাঙ্গুনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা গত সোমবার কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। সভা সঞ্চালন করেন কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। সভায় প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় রাঙ্গুুনিয়া বহুমুখী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ‘সততা স্টোর’ চালু করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি সিদ্দিক আহমদ, এডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ, সদস্য অধ্যাপিকা তাহমিনা ইয়াসমিন নূর, মো. মনজুরুল ইসলাম মঞ্জু, মো. আবু সায়েম, এডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য, নঈমা বেগম, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জামাল উদ্দীন, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ। 
সভায় স্কুল ক্যাম্পাসে ‘সততা স্টোর’ চালু করার জন্য দুর্নীতি দমন কমিটি কর্তৃক ১৪ হাজার টাকা প্রদান করা হয়। স্টোর তদারকির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি বদরুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি মোহাম্মদ আবু সায়েম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে দিয়ে ৩ সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি দুদক-এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করার আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ