শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কেশবপুরে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা খেয়ে ৬০ যাত্রী আহত

কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশোর সাতক্ষীরা সড়কে কেশবপুর শহরের কলেজ গেট নামক স্থানে বুধবার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে প্রায় ৬০ যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। জানা গেছে চুকনগর থেকে ছেড়ে আসা যশোর-ব-১৩৪৮ নম্বর যাত্রীবাহী বাসটি যশোরের উদ্দেশ্য যাচ্ছিল। প্রতিমধ্যে কেশবপুর শহরের কলেজ গেট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসে থাকা ৬০ যাত্রী গুরুতর আহত  হয়ে কেশপুর, যশোর ও খুলনাসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তাদের ভর্তি করা হয়। আহতরা হলেন, শিশু মরিয়াম খাতুন, আমেনা বেগম, আরিফা বেগম, রুবিনা খাতুন, মনজুয়ারা খাতুন, পপি খাতুন, হাফিজা খাতুন, রমা রায়, মহিনুর খাতুন, মোজেরা বেগম, মমিন গাজী, নুরুল ইসলাম, মাজেদ সরদার, মুনছুর আলী, হানেফ মোড়ল, সৈয়েদ আলী, মোস্তফা, নিছার আলী, সাদেক হোসেন, আবদুল মজিদ, আবুল কাশেম, জামাল উদ্দিন, আবদুল খালেক, রাশেদুল ইসলাম, ইমান আলী, আজিজুর রহমান, তহিদুল ইসলাম, রুহুল কুদ্দুস, আবদুল আজিজ, কামরুল ইসলাম, নিছার সরদার, আবদুস সোবাহান, লুৎফর রহমান, শওকত আলী, জয়নাল, মোজাফফর হোসন, সুজিত সরদার ও সোবাহান শেখসহ প্রায় ৬০ জন যাত্রী। এর মধ্যে মোস্তফাসহ অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কেশবপুর হাসপাতালের কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহীন। এই ঘটনা শুনে তাৎক্ষনিক ভাবে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা নির্বাহী অফিসার মো. কবীর হোসেন, কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন, চেয়ারম্যান আবু বকর আবু, আলাউদ্দিন আলা ও ফায়ার সার্ভিসের ইন চার্জ সালাউদ্দিনের নের্তৃত্বে দমকল বাহীনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ