শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

শ্বাসরুদ্ধকর জয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের উঠেছে ইংল্যান্ড। মঙ্গলবার ম্যাচটি পেন্ডুলামের মতো দুলেছে শেষ ওভারে। জয়টা যেখানে সময়ের অপেক্ষা মনে হচ্ছিল ইংল্যান্ডের, সেখানে এক ওভারের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকার দিকে ঝুকে যায়। ৩ বলে দরকার ২ রান। ক্রিজে আসা নতুন ব্যাটসম্যানকে চেপে ধরতে পারলেই ফাইনালে দ: আফ্রিকা। শাবনিম ইসমাইলের অফস্ট্যাম্পের অনেকটা বাইরে ফেলা বল অ্যানিয়া শ্রবসোলের ব্যাটে লেগে পেরিয়ে গেল সীমানা। তাতে মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠার আনন্দে মেতে উঠল ইংল্যান্ড। ব্রিস্টলে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় ক্রিকেট বিশ্ব উপভোগ করল শ্বাসরদ্ধকর এক ম্যাচ।
যেখানে ২ উইকেটের জয়ে স্বাগতিক ইংল্যান্ড ফাইনালে উঠলেও লড়াই করার দুর্দান্ত মানসিকতায় মন জয় করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরাও। নির্ধারিত ৫০ ওভারে তাদের ৬ উইকেটে করা ২১৮ রানের জবাবে ইংলিশরা ২ বল আগে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।সব নাটক জমা ছিল যেন শেষ ওভারে। ৬ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৩ রান। প্রথম বলে সেট ব্যাটসম্যান জেনি গানের ক্যাচ মিস করার পর ইসমাইলের দ্বিতীয় বলে ১ রান নিলেন ইংলিশ ব্যাটসম্যান। তৃতীয় বলেই আউট লরা মার্শ। ৩ বলে ইংল্যান্ডের দরকার তখন ২ রান। শ্রবসোলে, নিজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন স্বাগতিকদের।
টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার মেয়েরা লরা উলভার্ডট ও মিগনোন দু প্রেজের হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে করেছিল ২১৮ রান। ওপেনার উলভার্ডট ১০০ বলে খেলেন ৬৬ রানের। প্রেজ মানা ৭৬ রানের ওপর ভর দিয়েই দক্ষিণ আফ্রিকার স্কোর ছাড়ায় ২০০। ২১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক ইংল্যান্ডের মেয়েরা শুরতে খুব একটা সুবিধা করতে পারেনি। তবে শেষ পর্যন্ত ২৭ বলে হার না মানা ২৭ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেই মাঠ ছেড়েছেন জেনি গান। ক্রিকইনফো।

অনলাইন আপডেট

আর্কাইভ