বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

প্রধান শিক্ষকের কোপে সহকারী শিক্ষক জখম

ঝালকাঠি সংবাদদাত : ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তরকাঠি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কোপে সহকারী শিক্ষক জখম হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত শিক্ষক হুসাইন মোঃ ফয়সাল জানান, উত্তরকাঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্কেন্দার আলী ফরাজী বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে আদালতপাড়া ও থানায় ব্যস্ত থাকেন। বিদ্যালয়ে তিনি নিয়মিত আসেন না। একটি ছুটির দরখাস্ত রেখে স্কুল ত্যাগ করেন। ফিরে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। পারিবারিক কাজে ঢাকায় গেলেও তিনি এমন কাজই করেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় তার কাছে অতি প্রয়োজনে ছুটির আবেদন করলে তিনি ছুটি দিতে রাজি হননি। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে একটি বাংলাদাও দিয়ে আমার মাথায় কোপ দেয়। এসময় আমি ঠেকানোর চেষ্টা করলে আমার কপালের বামপাশ কেটে রক্তাক্ত জখম হয়। স্কুল এলাকার প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা করায়। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এব্যাপারে প্রধান শিক্ষক এস্কেন্দার আলী ফরাজী জানান, ফয়সাল শিক্ষার্থীদের বিভিন্নভাবে অমানবিক মারধর করে। এব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে একটি রড নিয়ে মারতে উদ্যত হয়। বিদ্যালয়ের অফিস কক্ষে ঘটনার সময় উপস্থিত একজন শিক্ষিকা ওই রড ধরেন। অন্যান্য শিক্ষকরা ইতিমধ্যে অফিস কক্ষে এসে দু’জনকে সরিয়ে নেয়। আহত হওয়াতো দূরের কথা আমরা কেউ কারো কাছে যেতে পারি নাই।

অনলাইন আপডেট

আর্কাইভ