শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এবার জহিরের লক্ষ্য এসএ গেমসের সোনা

স্পোর্টস রিপোর্টার: কেনিয়ার ট্র্যাকে  ৪০০ মিটারের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়লেও জহির রায়হান এখন  বাংলাদেশের জীর্ণ অ্যাথলেটিক্সে নতুন আশার আলো।গত মাসে ব্যাংককে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিনশিপে ৪০০ মিটারে ৪৯ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে কেনিয়ার নাইরোবিতে হওয়া ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের অংশ নেওয়ার টিকেট পান জহির। হিটে ৪৮ সেকেন্ড সময় নিয়ে সেমি-ফাইনালে উঠার কৃতিত্ব দেখান জহির।সেমি-ফাইনালটা অবশ্য আশানুরপ হয়নি। ৪৮ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে সেমির হিটে তৃতীয় হয়ে ছিটকে পড়েন জহির।নাইরোবি থেকে মঙ্গলবার দেশে ফিরেই জহির এলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ফেডারেশনে। লম্বা ভ্রমণের ক্লান্তি ভুলে জানালেন কেনিয়ায় কাটানো সময়ের কথা। বিদেশি অ্যাথলেটদের ধারণা নাই-বাংলাদেশের স্প্রিন্টার আছে কিনা। হিটে যখন ভালো করলাম অনেক জিজ্ঞেস করেছে-বাংলাদেশে  কি স্প্রিন্ট হয়? আমাকে প্রশংসাও করল অনেকে।”

অনলাইন আপডেট

আর্কাইভ