বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কাঁচা রাস্তাগুলোর বেহালদশা

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : চিরিরবন্দরসহ দিনাজপুরের সর্বত্র মানুষ আজ বৃষ্টিতে কাকভেজা। বর্ষা তার পূর্ণরূপ নিয়ে হাজির। বৈচিত্র্যের দেশ বাংলাদেশে আষাঢ় ও শ্রাবণ দু’মাস বর্ষাকাল হলেও ঋতুচক্রের পট পরিবর্তনের ফলে আকাক্সিক্ষত বৃষ্টি না হওয়া অনাকাক্সিক্ষত বৃষ্টিপাত হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে এখন চলছে বর্ষাকাল। রবি বলেছেন- নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কিন্তু দারিদ্র্য দেশে এখন আর বৃষ্টিকে ভয় পেলে পেটের ক্ষুধা মেটানো অসম্ভব হয়ে পড়ে।
সারা দেশের ন্যায় চিরিরবন্দরে বর্ষার অবিশ্রান্ত ঝিরঝির ঝরা মানুষের ভোগান্তিকে ক্রমেই বৃদ্ধি করে দিচ্ছে। উপজেলার  কাঁচা রাস্তাঘাটের বেহাল অবস্থা বৃদ্ধিসহ পানি জমে কাঁচারাস্তা গুলোর হাঁটুভর্তি কাঁদা। উপজেলার বিভিন্ন রাস্তঘাট ঘুরে দেখা গেছে পা দেওয়া জায়গা নেই, চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এদিকে চলছে আমন ধান রোপনের শেষ মুহূর্তের কাজ তাই গ্রামের বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করছে পাওয়ারটিলার, হেরোসহ ভারী যানবাহন যার কারণে রাস্তার বেশীর ভাগেই নষ্ট হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে সাতনালা  গ্রামের নালীপাড়াসহ ওই এলাকার অধিকাংশ কাঁচারাস্তা চলাচলে জনদুর্ভোগের শেষ নেই। এদিকে রোগ বালাইয়ের সংক্রমণ,ব্যবসা বাণিজ্যের স্বাভাবিকতায় বিঘ্নতা সৃষ্টির মাধ্যমে মানুষের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টিতে সৃষ্ট  দুর্ভোগে পড়েন শ্রমজীবী মানুষ।

অনলাইন আপডেট

আর্কাইভ