বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পোস্ট অফিসে কোনো দুর্নীতি হলে কঠোর হাতে দমন

 

 

স্টাফ রিপোর্টার : সরকারি ডাক সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আকস্মিক ডাক অধিদফতর ও জিপিও পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 

গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয় থেকে প্রতিমন্ত্রী জিপিও পরিদর্শনে যান। এসময় তিনি বলেন, পোস্ট অফিসে কোনো ধরনের দুর্নীতি হলে কঠোর হাতে তা দমন করা হবে।

তারানা হালিম জিপিও’র বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় জিপিও-তে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলে বিরাজমান সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন এবং সে অনুযায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। সচিবালয় সংলগ্ন পূর্ব পাশে ডাক অধিদফতর ও ঢাকা জিপিও অবস্থিত।

তারানা হালিম বলেন, পোস্ট অফিসে কোনো ধরনের দুর্নীতি হলে কঠোর হাতে তা দমন করা হবে। কারো বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে তা তদন্ত পূর্বক সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে পরে যোগ দেন পোস্ট মাস্টার জেনারেলসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

অনলাইন আপডেট

আর্কাইভ