মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

সিরিয়া সীমান্তে তুরস্কের সামরিক বেষ্টনীতে আগুন

১৩ জুলাই, রয়টার্স : তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সিরীয় সীমান্তে সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত একটি এলাকায় বড় ধরনের আগুন লেগেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিলিসের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত ওই এলাকার একটি অস্ত্রাগার থেকে ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক বিবৃতিতে কিলিসের প্রাদেশিক গভর্নর দপ্তর জানিয়েছে, সামরিক কোয়ার্টারে লাগা আগুন একটি অস্ত্রাগারে ছড়িয়ে পড়ার পর সেখানে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ার কারণে ১০ সৈন্য শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন, তাদের কিলিস শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কেউ হতাহত হয়নি।

ব্রডকাস্টার সিএনএন তুর্কি আগুন থেকে বের হওয়া কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ার ছবি দেখিয়েছে।

ঘটনাস্থলটি কিলিস ও ওই অঞ্চলের বৃহত্তম শহর গাজিয়ানতেপের মধ্যবর্তী মহাসড়কের পাশে। ভোর ৪টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং দকমল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ