বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সাথে বিকেএসপি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

স্পোর্টস রিপোর্টার : চীনের বিশ্বখ্যাত শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চীনের লিউনিং প্রদেশের শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিউ ঝিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তিন বছরের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ স্বাক্ষরের ফলে সরকার হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ঢাকা বিকেএসপি’কে যে সেন্টার অব এ্যাক্সিলেন্স করার উদ্যোগ গ্রহন করেছেন, সমঝোতা স্মারক তারই এক সহায়ক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সমঝোতায় বিকেএসপি’র হাই পারফরমেন্স ট্রেনিংয়ের জন্য নির্বাচিত এ্যাথলেটস ও প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকছে। এ সমঝোতায় বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে ক্রীড়াবিজ্ঞান বিভাগকে যুগোপযোগী করারও সুযোগ রাখা হয়েছে। সমঝোতা অনুযায়ী শেনইয়াং এর এক্সপার্ট বিকেএসপিতে এসেও কোচ ও এ্যাথলেটদের প্রশিক্ষণ দিতে পারবে। চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ও যুগ্ম সচিব আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুল হক, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন মোল্লা, ক্রীড়াকলেজের সহকারী অধ্যাপক শামীমা সুলতানা, ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুসরাৎ শারমিন, ফুটবল বিভাগের চিফ কোচ উজ্জল চক্রবর্তী ও এ্যাথলেটিক্স কোচ মো. মেহেদী হাসান।

অনলাইন আপডেট

আর্কাইভ