বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

৪৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়েছে প্রোটিয়া বোলাররা। দুর্দান্ত এক সেশনই পার করল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪৩ রানের মধ্যেই এই ৭ উইকেট হারিয়েছে ইংল্যান্ড!লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৮২ রান। ২ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের লিড ২৭৯ রানের। দুর্দান্তভাবে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যকফৃটে ইংল্যান্ড। তৃতীয় দিন অ্যালিস্টার কুকের সঙ্গে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন কেটন জেনিংস (৩৩)। গ্যারি ব্যালান্সকে নিয়ে কুক দিন শেষ করেছিলেন ১ উইকেটে ১১৯ রানে। গতকাল চতুর্থ দিনে একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ১৩৯, প্রথম ইনিংসের ৯৫ রানসহ তখন মোট লিড ২৩৪ রানের। কিন্তু এরপরই কুক ৬৯ করে ফিরতেই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ১ উইকেটে ১৩৯ থেকে দ্রতই ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৯!পরপর দুই ওভারে কুক ও ব্যালান্সকে (৩৪) ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল। পরের ওভারে স্পিনার কেশব মহারাজের বলে বোল্ড প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রট (৫)। প্রথম ইনিংসে বেন স্টোকসকে আউট করার পর গালি দিয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাগিসো রাবাদা। তরণ পেসার দ্বিতীয় ইনিংসেও স্টোকসকে (১) ফিরিয়েছেন। এবার উদযাপন করেছেন মুখে আঙুল চেপে!দ্রত ৪ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়েছিলেন জনি বেয়ারস্টো ও মঈন আলী। কিন্তু এ জুটি ভাঙার পরই আবার পথ হারায় ইংল্যান্ড। নিজের পরপর দুই ওভারে মঈন (৭) ও স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়েছেন মহারাজ। মাঝের ওভারে রাবাদার শিকার লিয়াম ডসন। ২৮ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন বেয়ারস্টো। স্বাগতিকদের লিড তিনশ পেরোনো নির্ভর করছে তার ওপরই!এই টেস্টে এখন পর্যন্ত প্রথম সেশনে ২৪৬ রানে ১৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। প্রথম দিন ৮২ রানে ৪ উইকেট, দ্বিতীয় দিন ১০১ রানে ৫ উইকেট আর আজ চতুর্থ দিন ৬৩ রানে ৭ উইকেট। অথচ বাকি সেশনগুলোতে তারা ৩৯৪ রান তুলেছে মাত্র ২ উইকেট হারিয়ে!

অনলাইন আপডেট

আর্কাইভ