শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ক্রিকেট দলের ক্যাম্প শুরু আজ

স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিপক্ষে নিজেদের প্রস্তুত করতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্প শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প দিয়ে। সকাল ৯টায় জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের তত্ত্বাবধানে শুরু হবে ক্যাম্প। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় ভিল্লাভারায়েনের কাঁধেই আপাতত ক্যাম্পের দায়িত্ব। দুই ম্যাচের টেস্ট সিরিজ  খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। এই সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। টাইগারদের সামনে তাই কঠিন পরীক্ষা। ঈদের আগে ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করলেও আজ ক্যাম্পে যোগ দিচ্ছেন ২২ জন। তামিম ইকবাল টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে। অন্যদিকে লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান ও তানভীর হায়দার এইচপি দলের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ায়। এছাড়া ইনজুরির কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না রুবেল  হোসেন। বিসিবি সূত্রে জানা গেছে, ২৮ জুলাই হাথুরুসিংহের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা। প্রধান কোচ  ফেরার পরই অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা। মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। ঈদুল আজহার পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪  সেপ্টেম্বর, চট্টগ্রামে। সেপ্টেম্বরের মাঝামাঝি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি  খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা।
ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।

অনলাইন আপডেট

আর্কাইভ