শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তোয়াজ করে কোনো দলকে পাকিস্তানে খেলানোর দরকার নেই - নওয়াজ

২০০৯ সালের পর বড় কোনো দল পাকিস্তানে সফর করেনি। নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে নারাজ দলগুলো। পাকিস্তানে খেলা ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বড় দলগুলোকে হরহামেশাই আমন্ত্রণ দিয়ে আসছে পিসিবি। কিন্তু কোনো দলই পাকিস্তানে সফরের পক্ষে নয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েও দলগুলোকে পাকিস্তানে টানতে পারছে না পিসিবি। ২০১৫ সালে জিম্বাবুয়ে দলকে টাকা দিয়ে পাকিস্তানে নিয়ে গিয়েছিল পিসিবি। সেবার নিজেদের নিরাপত্তা পরিকল্পনা এবং ব্যবস্থা সবার সামনে তুলে ধরে পিসিবি। কিন্তু তাতেও মন গলেনি দলগুলোর! হাজারো আশ্বাস, প্রতিশ্রুতি দিয়ে কোনো দল পাকিস্তান সফর না করায় বছরের পর বছর আর্থিক লোকসান গুণছে পিসিবি। ভবিষ্যতে পিসিবিকে এমনটি করতে মানা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রী সরাসরি পিসিবির চেয়ারম্যানকে বলেছেন,‘তোয়াজ করে কোনো দলকে পাকিস্তানে খেলানোর দরকার নেই। যারা পাকিস্তানে এসে খেলতে আগ্রহী তাদেরকেই যেন আমন্ত্রণ জানানো হয়।’ বুধবার নিজ বাসভবনে পাকিস্তানের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন। নওয়াজ শরীফ পাকিস্তান ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়কে ১ কোটি রূপি পুরস্কার দিয়েছেন। ওয়াহাব রিয়াজসহ মোট ১৬ ক্রিকেটারকে পুরস্কৃত করেছেন। এছাড়া মূল কোচরা পেয়েছেন ৫০ লাখ রূপি করে। সাপোর্টিং স্টাফ প্রত্যেকে পেয়েছেন ২৫ লাখ রুপি। ক্রিকেটারদের পুরস্কৃত করার পাশাপাশি তাদের সঙ্গে নৈশ ভোজেও অংশ নেন নওয়াজ শরীফ। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ