বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আন্তঃকলেজ মহিলা বেসবল মঙ্গলবার শুরু

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা-’। রাজধানীর ৮টি কলেজের অংশগ্রহণে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ১৩ জুলাই।  এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলার প্রতিনিধি  মোস্তাক হোসেন ও বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা। এ সময় নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, আজম আলী খান ও কোচ জুবায়ের বিন উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে জানানো হয় আটটি দলকে দুই গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। এরপর সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

অনলাইন আপডেট

আর্কাইভ