মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

কাতার ও নেপালে প্রস্তুতি ম্যাচ খেলেই ফিলিস্তিন যাবে বাংলাদেশ দল

কামরুজ্জামান হিরু : এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নিতে ফিলিস্তিন যাওয়ার দশ দিন আগেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ খেলবে নেপাল ও কাতারে। শুধু তাই নয় কাতারে চারদিনের প্র্যাকটিস শিডিউল ও রয়েছে লাল-সবুজ দলটির। প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চায়না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ডু ওর্ডের প্রেসক্রিপশন অনুযায়ি শিডিউল করেছে বাফুফে। কোচ এএফসি অনূর্ধ্ব -২৩ চ্যাম্পিয়নশিপের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন। সেভাবেই বাফুফে দেশের মাটিতে দুটি ও বিদেশের মাটিতে দুটি ম্যাচের আয়োজন করেছে। দল গোছাতে দেশের ম্যাচগুলোকে কাজে লাগাচ্ছেন কোচ। প্রাথমিক ক্যাম্পে ৩৬ ফুটবলারকে ডাকা হলেও এই অস্ট্রেলিয়ান পিয়েছিলেন ৩৩ ফুটবলার। ইনজুরি ও অসুস্থতার কারণে ঈদের পর ক্যাম্পে যোগ দেন আবাহনীর রুবেল মিয়া ও সাইফ স্পোর্টিং ক্লাবের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও জুয়েল রানা। তার আগে পারফরমেন্স সন্তোষজনক না হওয়ায় ঈদের ছুটির সময় কোচ বিদায় করে দেন সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার রাফি, আরামবাগের ডিফেন্ডার রকি, চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রাকিন ও শেখ জামালের মিডফিল্ডার মাকসুদকে। ঢাকার দুটি ম্যাচের মধ্যে গত মঙ্গলবার প্রথম ম্যাচটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলেছে অনূর্ধ্ব -২৩ দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ওই ম্যাচটি গোলশূন্য ড্র করেছে ওর্ডের শিষ্যরা। গতকাল বৃহস্পতিবার তালিকা ২৮ এ নামিয়ে এনেছেন কোচ। চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মান্নাফ রাব্বি কৌশিক বড়–য়া, শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার মেহবুব হাসান নয়ন এবং মুক্তিযোদ্ধার স্ট্রাইকার আবদুল মালেককে বৃহস্পতিবার সকালে গুডবাই জানিয়ে দিয়েছেন ওর্ড। আজ শুক্রবার অ্যান্ড্র ওর্ডের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে।এই ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স যাচাই করে তালিকা থেকে আরো ৫ জন বাদ দেবেন কোচ। আগামীকাল শনিবার দুুপুরে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনগামী ২৩ ফুটবলারের চূড়ান্ত দল ঘোষণা করবেন প্রধান কোচ অ্যান্ড্র ওর্ড। প্রাথমিকভাবে বাফুফের পরিকল্পনা ছিলো নেপাল ও শ্রীলংকায় অনুশীলন ম্যাচ খেলানোর। কিন্তু শ্রীলংকা এতে সম্মতি না দেয়ায় বিকল্প হিসেবে কাতারকে রাজি করিয়েছে বাফুফে। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ বদলে যাওয়ায় অনূর্ধ্ব-২৩ দলের ফিলিস্তিন যাত্রার পরিকল্পনাও পাল্টে ফেলেছে বাফুফে। ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব -২৩ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ দলগুলো হচ্ছে জর্ডান,তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন। গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ জুলাই জর্ডানের বিপক্ষে। ম্যাচের ১০ দিন আগে ৯ জুলাই শিষ্যদের নিয়ে নেপাল চলে যাবেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্র ওর্ড। ১১ জুলাই কাঠমান্ডুতে বাংলাদেশ খেলবে স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। পরের দিন দল চলে যাবে কাতার। মধ্য প্রাচ্যের এ দলটির বিপক্ষে ১৩ জুলাই ম্যাচ খেলে সেখানে ওর্ড শিষ্যদের তিন দিন অনুশীলন করাবেন। তার পর ১৭ জুলাই চূড়ান্ত লড়াইয়ের জন্য ফিলিস্তিন রওয়ানা হবে লাল-সবুজ জার্সিধারীরা।

এএফসি অনূর্ধ্ব -২৩ দলের ‘ই’ গ্রুপের ফিকচার: 

১৯ জুলাই :বাংলাদেশ বনাম জর্ডান

২১ জুলাই:বাংলাদেশ বনাম তাজিকিস্তান

২৩ জুলাই:বাংলাদেশ বনাম স্বাগতিক ফিলিস্তিন

অনলাইন আপডেট

আর্কাইভ