শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বৃষ্টির ডানার মতো

হাসান নাজমুল

 

বৃষ্টির ডানার মতো-

আমার লেখার পা-ুলিপি উড়ে যেতে চায়

যেখানে থামে না শুধু অবিরত 

বৃষ্টির পতন দেখা যায়,

সমগ্র বাংলাদেশ বৃষ্টিময় হয়ে যাক

থেমে যাক কিছুটা যান্ত্রিক চলাচল

মানুষের সত্তাজুড়ে প্রেম-প্রীতি পড়ে থাক-

বৃষ্টির মতন, আজ থেমে যাক সব কোলাহল,

আজ খাতার প্রতিটি পাতা 

বৃষ্টির সাজানো পা-ুলিপি হবে

আজ প্রয়োজন নেই রঙিন কৃত্রিম ছাতা,

বৃষ্টির পাখির পাখা হয়ে মন জলজুড়ে শুয়ে রবে

আজ হোক না কিছুটা অন্ধকার,

বৃষ্টির মনের মতো শাদা অন্ধকার চারিধার।

অনলাইন আপডেট

আর্কাইভ