শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শেষ হচ্ছে নর্থ কর্নিশ প্রকল্প-মেয়র মোহনীয়ভাবে গড়া হচ্ছে জেদ্দা

২ জুলাই, আরবনিউজ : আরো মোহনীয় ভাবে গড়া হচ্ছে সৌদি আরবের শহর জেদ্দাকে। আর কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ সুন্দর হবে জেদ্দা। ইতিমধ্যে জেদ্দার ‘নর্থ কর্নিশ’ প্রকল্পটি ৮০শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র হানি বিন মোহাম্মদ আবু রাস।
প্রকল্পে মোট ৭লাখ বর্গ মিটার জমি নিয়ে কাজ করা হচ্ছে যেখানে সবুজ বনায়ন রয়েছে ২লাখ ৭৫ হাজার বর্গ মিটারের। এছাড়া মাছ ধরার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে ১২৫ মিটারের।
 হোটেল ,রেন্টুরেন্ট ,ক্লাব সহ ১৬শ গাড়ি রাখার মত পার্কিং প্লেস বানানো হয়েছে সেখানে। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা, আরো রয়েছে ১৭টি হাইকিং ট্রেইলস।
প্রকল্প সম্পর্কে মেয়র বলেন, এটি শেষ হওয়ার পর এখানে ১লাখ ২০ হাজার মানুষ বসবাস করতে পারবে। এখানে ১৭ টি প্লাজা, ১৭ টি ফোয়ারা,৫টি সমুদ্রতট কন্ট্রোল টাওয়ার,৬৫০ মিটারের ব্রিজসহ থাকবে আরো অনেক সুব্যবস্থা। প্রকল্পটিতে খরচ হচ্ছে ২১৩৩ মিলিয়ন ডলার।

অনলাইন আপডেট

আর্কাইভ