শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নীলফামারীতে পলাতক জঙ্গি সদস্য গ্রেফতার

নীলফামারী সংবাদদাতা: দীর্ঘদিন পলাতক থাকা জঙ্গী হামলার প্রশিক্ষণপ্রাপ্ত এক সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা। আটককৃত জঙ্গী সদস্য দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সুখদেবপুর প্রামের আব্দুল হাকিমের ছেলে হারুন অর রশিদ (৪০)। আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে জেলার সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পুলেরহাট এলাকা হতে ওই জঙ্গিকে আটক করে র‌্যাব। নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহীনুর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, নীলফামারী থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০১৬ এর এজাহার ও চার্জশীটভুক্ত আসামি। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ