ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বড় সুযোগ কাজে লাগাতে না পারাটা হতাশার: মাশরাফি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, সেমিফাইনালে উঠেছি, অবশ্যই ভালো লেগেছে। আমরা বড় সুযোগ পেয়েছিলাম, সেটা কাজে লাগাতে না পারাটা আমাদের জন্য হতাশার। আমাদের বোলার ও ব্যাটসম্যানরা যদি নিজেদের কাজটা করতে পারতো, তাহলে হয়তো সাফল্যটা আমরা পেতেও পারতাম।

শনিবার (১৭ জুন) সকাল পৌঁনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের মাশরাফি এ কথা বলেন।

তিনি বলেন, সেমিফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা বড় সুযোগ হাতছাড়া করেছি। তবে পরবর্তীতে আরো অনেক বড় সুযোগ আসবে, যেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব।

উল্লেখ্য, বার্মিংহাম থেকে যাত্রা করে দুবাই হয়ে নিরাপদে ঢাকার পৌঁছায় বাংলাদেশ দল। ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরা বাংলাদেশ মুখিয়ে ছিল নিজেদের ছাপ রেখে আসার জন্য। সেটা ভালোভাবেই করে আসতে পেরেছে মাশরাফির দল। সেমিফাইনালে ভারতের কাছে হেরে শেষ হয় বাংলাদেশ দলের ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’ মিশন।

অনলাইন আপডেট

আর্কাইভ