শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তালা সেটেলমেন্টের সেই জালিয়াতি চক্র আবারও সক্রিয়!

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: তালা সেটেলমেন্ট অফিসে আবারও সক্রিয় সেই প্রতারক চক্র। প্রশাসনের তৎপরতায় মাঝেমধ্যে গা-ঢাকা দিলেও ঘাপটি মেরে থাকা এসকল প্রতারক চক্র আবারও প্রকাশ্যে ভুয়া কেস সৃষ্টি, জাল-জালিয়াতি কাগজ-পত্র দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে একের জমি অন্যের নামে রেকর্ড  করে সাধারণ মানুষের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ।
জানাযায়, জাল-জালিয়াতির হোতা এ সকল প্রতারকদের প্রতিদিন খুব সকাল থেকেই  কাগজ-পত্র’র ব্যাগ বোগলদাবা করে সেটেলমেন্ট অফিসের মধ্যেই ঘোরা ফেরা করে, যত্রতত্র রেকর্ডরুম খুলছে, পর্চা-নকল সহ নানা দাপ্তরিক কাগজ-পত্র’র কপি ইচ্ছেমত বিক্রি করছে। দেখলে স্বভাবিকভাবে তাদেরকে অফিসের কর্মকর্তা-কর্মচারী মনে হলেও সেটলমেন্ট কর্মকর্তা বলছেন, তারা অফিসের কেউনা। তবে তারা কে? সাংবাদিকদের এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সেটেলমেন্ট কর্মকর্তা মনিরুজ্জামান।
তবে প্রত্যন্ত অঞ্চল থেকে সেটেলমেন্টে আসা  সাধারণ মানুষ তাদেরকে অফিসের লোক বলেই জানেন।  সেটেলমেন্টকেই পূজি করে এসকল প্রতারক জিরো থেকে কোটিপতি বনে গেছেন ! এমনই প্রায় ৪০ জনের একটি কালো তালিকা রয়েছে পুলিশ প্রশাসনের হাতে।
সম্প্রতি ভুয়া কেসসৃষ্টি, জাল-জালিয়াতি সহ প্রতারণার অভিযোগে সাতক্ষীরা ডিবি পুলিশ তালা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে ৪ প্রতারককে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেন।
এসময় কালো তালিকা ভুক্ত বাঘা বাঘা সব প্রতারকরা গা-ঢাকা দিলে বেশ কিছুদিন শান্ত ছিলো জাল-জালিয়াতি চক্রের কার্যক্রম। পরবর্তীতে উপজেলা নির্বার্হী কর্মকর্তার নির্দেশে মোহাম্মদ মহুরী, আজিজ সহ আরও কয়েক জন প্রতারককে গ্রেফতার করে থানা পুলিশ প্রতারণা করবে না মর্মে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু চোরাই না শুনে ধর্মের কাহিনী, ঘাপটি মেরে থাকা ঐ প্রতারকচক্র আবারও মেতে উঠেছে জাল-জালিয়াতি সেটেলমেন্টে ভুয়া কেস সৃষ্টিসহ নানা কৌশলে সাধারণ মানুষকে ঠকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে এ সকল প্রতারকরা। বই-খাতার অভাবে স্কুল থেকে ঝরে পড়া কথিত মুহুরীরা এখন গাড়ী-বাড়ীর মালিক হয়েছেন।
কয়েক বছর আগে নুন আনতে পান্তা পুরানো আব্দুল হাকিম  এখন আলিশান বাড়ীর মালিক, কামলা মজুর  খেটে খাওয়া  কথিত আরেক মুহুরী মোসলেম গাড়ী-বাড়ী সবই করেছে।
কথিত মুহুরী সাঈদুল’র এখন  ৩ টি আলীসান বাড়ী, ইটের ভাটা সহ কয়েকটি গাড়ী রয়েছে। আরেক প্রতারক জলিল রিফুজি এখন খুলনা শহরে আলীসান বাড়ীসহ কোটি কোটি টাকার মালিক।  রাস্তার খাস জমির উপর কুঁড়েঘরে বসবাসকারী সেই জলিল রিফ্যুজি নিজেকে কখনও সেটেলমেন্টের উকিল, কখনও মুহুরী আবার কখনও সাংবাদিক পরিচয়ে তালার শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে এখন লাপাত্তা।
ইতিপূর্বে তালার কথিত এরশাদ শিকদারের আর্শিবাদে তালা প্রেসক্লাবের মধ্যে জলিল রিফুজি সেটেলমেন্ট অফিস খুলে বসে একের পর এক সাধারন মানুষের সরলতার সুযোগে জমির রেকর্ড করানোর কথা বলে প্রতারনা করে কয়েক কোটি টাকা আত্মস্বাৎ করেছে। এছাড়া আরও কয়েক কথিত মুহুরী আকবর, মোহাম্মদ আলী, আজিজ, সঞ্জয়, হায়দার, শাহিন, আনন্দ সহ প্রায় ৪০ জনের কালো তালিকা ভুক্ত  কোটিপতি প্রতারক এখনও সেটেলমেন্টে বহাল তবিয়তে আনাগোনা করছে। নিজেদেরকে  আইনজীবি সহকারী পরিচয় দিলেও  এদের ন্যূনতম কোন অভিজ্ঞতা বা সার্টিফিকেট নেই।
নির্ভরযোগ্য সূত্রে আরও জানাযায়, জাল দলিল প্রস্তুতকারী চক্রের হোতা কথিত মুহুরী হাকিম’র নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ জাল-জাতিয়াতি, ভুয়া কাগজ-পত্র সৃষ্টি, একের জমি অন্যের নামে রেকর্ড করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়েছে এ সকল কথিত মুহুরীদের বিরুদ্ধে।
আর এসকল প্রভাবশালী প্রতারক তালা সেটেলমেন্ট অফিসটি বর্তমানে অপকর্মের কেন্দ্রবিন্দুতে পরিণত করে রেখেছে।  সম্প্রতি আঃ হাকিম তার মেয়ের বিয়েতে প্রায় ১৫ লাখ টাকা খরচা করেছে বলে এলাকায় রটেছে। অর্ধকোটি টাকা ব্যায়ে একটি আলিশান বাড়ীও করেছেন। একমাত্র প্রতিবন্ধী বোনের প্রায় ২ একর জমি আঃ হাকিম জালিয়াতির মাধ্যমে দখল করেছে বলে অভিযোগ প্রতিবন্ধী রাবেয়া’র ।
তালা সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, অনেকেই সেটেলমেন্টে আসে, আমাদের নামে কেউ টাকা নিলে আমরা কি করব। প্রতারকদের হাতে রেকর্ড রুমের চাবি থাকার বিষয়টি তিনি এড়িয়ে বলেন, আমাদের অফিসারদের ভেতরে কেউ ব্যক্তিগত ভাবে পিওন রাখতে পারে , আমি খবর নিয়ে দেখি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন জানান, আমি বাংলাদেশের অনেক থানাতে গিয়েছি , কোথাও এমন দীর্ঘ সময় সেটেলমেন্ট’র কার্যক্রম চলতে দেখিনি। এখানে প্রতারকরা অপকর্মের হাট বসিয়েছে বলে মনে হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ