শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নোয়াখালী উপকূলের পরিস্থিতি স্বাভাবিক, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

নোয়াখালী সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে নোয়াখালী উপকূলীয় অঞ্চল হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ উপকূলের পরিস্থিতি স্বাভাবিক, কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে কয়েক হাজার লোককে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে।
তিন উপজেলাতে ৩১২ টি আশ্রয়কেন্দ্র এবং এছাড়া আরও ১০০ টি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। জরুরী ত্রান সহায়তা হিসেবে নগদ ৫ লক্ষ টাকা এবং ২০০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়া ১০২ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে ৬২৪০ জন এমন তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ।
মঙ্গলবার ভোর রাত থেকে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর উপজেলার উপর দিয়ে হালকা ও মাঝারি ধরনের ঝড়ো হাওয়া বইছিল। সকাল থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে।
হাতিয়ার সর্ব দক্ষিণে নিঝুমদ্বীপ, জাহাজমারাসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও সহনীয়, বাতাসের গতিবেগ সামান্য। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।

অনলাইন আপডেট

আর্কাইভ