শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাটোরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

নাটোর সংবাদদাতা : নাটোরে বেদেসহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বেদে ও হরিজনসহ অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আজাদুর রহমান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ। সেমিনারে জানানো হয়, জেলার ৭টি উপজেলায় মোট ১৪৫ জনকে মাসিক ৫০০ টাকা করে বয়স্ক ভাতা ও ১৩৯ জন শিক্ষার্থীকে স্তরভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া চলতি অর্থবছরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জনকে  বিভিন্ন ট্রেডে ৫০ দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ