শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারতকে হারানোর সাথে চ্যাম্পিয়নস ট্রফিও চায় পাকিস্তান

ক্রিকেট বিশ্বের যে প্রান্তেই খেলাটা হোক উত্তেজনা থাকে একই। ইংল্যান্ডে যখন আরেকবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, তখন আরও একবার উত্তেজনার সাগরে ভেসে যাবে ক্রিকেট রোমান্টিকরা। গোটা ক্রিকেট বিশ্বের মতো ম্যাচটির জন্য মুখিয়ে আছেন ইনজামাম-উল-হকও। তবে পাকিস্তানের প্রধান নির্বাচকের ইনজামামুল হকের টার্গেট চ্যাম্পিয়ন টফ্রিও শিরোপা। আগামী ৪ জুন বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ওই ম্যাচে নিশ্চিতভাবেই জয় চান ইনজামাম, তবে তার চিন্তা-চেতনা আরও অনেক দূর। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেছেন, ‘শুধু ভারতকে হারানোর জন্য আমরা ইংল্যান্ডে যাচ্ছি না। আমাদের প্রধান লক্ষ্য হলো শিরোপা জয়। ’২০০৪ সালে এই এজবাস্টনেই দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফির সেই লড়াইয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল ইনজামামের দল। সেদিন ছিলেন অধিনায়কের ভূমিকায়, আর এবার প্রধান নির্বাচকের দায়িত্বে। সময় ও পরিস্থিতি ভিন্ন হলেও ভারতকে হারানোর বিশ্বাস আছে তার মনে, ‘আমরা আবার জিতব (ভারতের বিপক্ষে)। ’ এনডিটিভি

অনলাইন আপডেট

আর্কাইভ