বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পাঁচবিবিতে ঘুর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ॥ আহত ২

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর গলাকাটা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ ঘুর্ণিঝড়ে ল-ভ- হয়েছে মৃত সাদেক আলী মণ্ডলের পুত্র আব্দুর রহমান মণ্ডলের বাড়ি। ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান জানান, হাঠাৎ ঘুর্ণিঝড়ে কিছু বুঝে উঠার আগেই তার টিনের চালার ঘর সম্পূর্ণ উড়ে গেছে। গাছে গাছে ঝুলছে ঘরের টিন। আম কাঠালের ১৫-২০ টি গাছ সম্পূর্ণ ভেঙে গেছে। গাছে পড়ে পাচির ভেঙে গেছে। ছিড়ে গেছে বৈদ্যুতিক তার। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে অনেক আসবাবপত্র। এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়া এক ঘরে বসবাস করছিল ১১ জন ধান কাঁটা শ্রমিক। শ্রমিকদের দলনেতা দুলাল জানান, রাত সাড়ে ১১ টার থেকে ঝড় বৃষ্টি ও ব্যাপক বজ্রপাত শুরু হয়। ঝড়ের একপর্যায়ে তাদের থাকা ঘড়টি মুহূর্তের মধ্যেই উড়ে চলে যায়। সেই সময় ঘরে থাকা ২ জন শ্রমিক আহত হন। 

ঘূর্ণিঝড়ে ক্ষতিগস্ত আব্দুর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্যা রেবেকা সুলতানা। রেবেকা সুলতানা জানান, এমন ঘূর্ণিঝড় কখনো দেখিনি। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ