বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ছাতকের দু’টি ইউপির চাল ও নগদ টাকা বিতরণ

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকের দু’টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চালও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (৮মে’) সকালে উপজেলার ছাতক সদরও নোয়ারই ইউপিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৮কেজি চালও নগদ ৫শ’ টাকা নগদ প্রদান করা হয়। ছাতক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬শ’ ৩৫জন পরিবারে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) সাবিনা ইয়াসমিন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সচিব পিংকু দাসের পরিচালনায় অনুষ্ঠানে ট্যাগ অফিসার শরীফুল ইসলাম, ইউপি সদস্য ময়না মিয়া, আব্দুস ছালাম, আব্দুল মালিক, সুলতান মিয়া, মখসুদুল হাসান আতর, কাজী ইবরাহিম আলী, মুহিবুর রহমান, কাজী নজরুল ইসলাম মারুফ, আতাউর রহমান, সদস্যা তাহমিনা বেগম, রওশনারা, আফিয়া বেগম এবং নোয়ারাই ইউপিতে ৯শ’ ক্ষতিগ্রস্থ পরিবারে ৩৮কেজি চাল ও নগদ ৫শ’ টাকা বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজার সভাপতিত্বে ও সচিব আব্দুল জব্বারের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ট্যাগ অফিসার মনিরুজ্জামান খান, সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা আলকাছ আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন মখন, আখলুছ আলী, আহমদ, আলী, মনির উদ্দিন তালুকদার, ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তা মাহবুব শিপনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ